স্বতন্ত্র হয়েও যিনি আজ জনতার হৃদয়ে শীর্ষে—তিনি হক সাহেব।



মোছাঃ তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি-  দিনাজপুর-৫ আসনের নির্বাচন এখন আর দল বনাম দলের নয়।
 

এই নির্বাচন হয়ে গেছে মানুষ বনাম ব্যবস্থার, সত্য বনাম কৃত্রিম রাজনীতির লড়াই।ভপৌরসভা থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড, গ্রাম থেকে মহল্লা, আজ যেখানে যাই, একটাই কথা শুনি, “আমরা দল দেখি না, আমরা মানুষ দেখি। আর সেই মানুষটি হক ভাই।”

কারণ হক সাহেব রাজনীতি করেছেন মানুষের পাশে দাঁড়িয়ে।

 

তিনি ক্ষমতার রাজনীতি করেননি, করেননি দর কষাকষির রাজনীতিতিনি করেছেন অধিকার, ন্যায় ও মর্যাদার রাজনীতি।

 

আজ সাধারণ মানুষ বুঝে গেছে, যারা পোস্টার, টাকা আর প্রভাব দিয়ে ভোট চায়,তারা জনগণের নয়, তারা নিজেদের স্বার্থের প্রতিনিধি। কিন্তু যিনি মানুষের ভালোবাসা, বিশ্বাস আর সম্মান নিয়ে এগিয়ে আসেন,তিনি-ই প্রকৃত জনপ্রতিনিধি।

 

সেই কারণেই স্বতন্ত্র প্রার্থী হয়েও হক সাহেব আজ জনপ্রিয়তার শীর্ষে। খুব অল্প সময়ের মধ্যেই হক সাহেবের অফিশিয়াল নির্বাচনী মার্কা ঘোষণা করা হবে। সেই মুহূর্ত থেকে এই জনস্রোত আরও বেগবান হবে, আর বিরোধীরা বুঝে যাবে—এই নির্বাচন থামানো যাবে না। এই লড়াই শুধু একটি সংসদীয় আসনের জন্য নয়,এই লড়াই ফুলবাড়ি–পার্বতীপুরের মানুষের অধিকার, সম্মান ও ভবিষ্যতের জন্য।

 

আজ আমাদের প্রত্যেকের দায়িত্ব, নিজে হক ভাইকে ভোট দেওয়া,পরিবারকে বোঝানো, পাড়া-প্রতিবেশীকে অনুপ্রাণিত করা, বন্ধুদের জাগিয়ে তোলা, কারণ একেকটি ভোট একেকটি প্রতিবাদ।

 

একেকটি ভোট একেকটি পরিবর্তনের ঘোষণা। আমরা যদি সবাই একসাথে দাঁড়াই, তাহলে এই অঞ্চলের রাজনীতি আর আগের মতো থাকবে না।

 

ভোট দিন হক ভাইকে,ক্ষমতা নয়, মানুষের পাশে থাকা মানুষকে সংসদে পাঠান। জনতার শক্তিতে গড়ে তুলুন জনতার প্রতিনিধি।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।