হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি পারুল নাহারের বহিষ্কার আদেশ প্রত্যাহার


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি পারুল নাহারের বিরুদ্ধে জারি করা বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

 

একইসঙ্গে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিএর প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পারুল নাহারকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

 

পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনরায় পর্যালোচনা করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৩ জানুয়ারি ) তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

 

দলীয় সূত্র জানায়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা, নীতিমালা ও আদর্শের প্রতি আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের প্রত্যাশায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।