অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৪:৫৬
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ -গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. মুশফিকুর রহমান।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় ইউনিয়ন পরিষদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে উপ-পরিচালক ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাÐ আরও গতিশীল ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পরিষদের সেবা কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভ‚মিকা পালনের আহŸান জানান।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মÐল টিটু, প্রশাসনিক কর্মকর্তা রাশেদ মিয়া, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মাহেদুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্য নুরুন্নবী সরকার, পল্লব মিয়া, মোনোয়ারুল ইসলাম, নুরে আলম সিদ্দিক, সাহারুল ইসলাম, আনোয়ারা বেগম, জামেলা বেগম ও মাহমুদা খাতুন।
এছাড়াও গ্রাম পুলিশ, ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি হেলাল মিয়া ও অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এর আগে উপ-পরিচালক মহদীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীতে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি পলাশবাড়ী উপজেলা পরিষদ কার্যালয়ও পরিদর্শন করেন
ছাদেকুল ইসলাম রুবেল, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।