হোসেনপুর ইউপি কার্যালয় পরিদর্শনে এলজিইডির উপ-পরিচালক, উন্নয়ন কর্মকরর্তা সন্তোষ



পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ -গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. মুশফিকুর রহমান।
 

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় ইউনিয়ন পরিষদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।
 

পরিদর্শনকালে উপ-পরিচালক ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাÐ আরও গতিশীল ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পরিষদের সেবা কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভ‚মিকা পালনের আহŸান জানান।
 

এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মÐল টিটু, প্রশাসনিক কর্মকর্তা রাশেদ মিয়া, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মাহেদুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্য নুরুন্নবী সরকার, পল্লব মিয়া, মোনোয়ারুল ইসলাম, নুরে আলম সিদ্দিক, সাহারুল ইসলাম, আনোয়ারা বেগম, জামেলা বেগম ও মাহমুদা খাতুন। 

 

এছাড়াও গ্রাম পুলিশ, ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি হেলাল মিয়া ও অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
 

এর আগে উপ-পরিচালক মহদীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীতে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি পলাশবাড়ী উপজেলা পরিষদ কার্যালয়ও পরিদর্শন করেন

 


ছাদেকুল ইসলাম রুবেল, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
 

 

 

 

 

 

 

 

 

 

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।