অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৫:৫৮
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে ভেসে ওঠা দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজের পেছনে আত্রাই নদীর পানিতে ভাসমান অবস্থায় লাশ দুটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একজনের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর এবং অপরজনের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।
পুলিশ জানিয়েছে, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।