রংপুরে র‌্যাব ১৩ এর অভিযানে ১৬.৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-রংপুর জেলার কাউনিয়া থানা এলাকায় র‌্যাব ১৩ এর বিশেষ অভিযানে ১৬ দশমিক ৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

র‌্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাব দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে নিয়মিত ও সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‌্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

 

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব ১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টা ৪৫ মিনিটে কাউনিয়া থানাধীন ০৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের হলদিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। 

 

এ সময় লালমনিরহাট থেকে রংপুরগামী পাকা সড়কের দক্ষিণ পাশে এস কে মোবাইল কর্নারের সামনে থেকে একটি সন্দেহজনক ব্যক্তিকে আটক করা হয়।

 

পরবর্তীতে তার হেফাজতে থাকা ৮টি বাঁশের তৈরি ঝুড়ি (ঢালি) তল্লাশি করে ১৬.৪ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ স্বাধীন মন্ডল (৩৮)। তিনি বগুড়া সদর থানার ছোট কুমিরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে রংপুর জেলার বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় কৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিল। মাদক পরিবহন ও ব্যবসার জন্য সে বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করত বলেও জানায় র‌্যাব।

 

র‌্যাব ১৩ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব ১৩ এর গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।