কুড়িগ্রামে অসহায়দের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিল এসএসসি-২০০৩ ব্যাচ


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:-১০ জানুয়ারি
উত্তরের জেলা কুড়িগ্রামে টানা দুই সপ্তাহের তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন। 

 

এমন কঠিন সময়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এসএসসি-২০০৩ সালের প্রাক্তন শিক্ষার্থীদের একটি ব্যাচ।
 

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রায় দেড় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে এসএসসি-২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেন।
 

কম্বল পেয়ে খুশি ও স্বস্তির নিঃশ্বাস ফেলেন শীতকাতর মানুষগুলো। অনেকেই বলেন, এই শীতে একটি কম্বল তাদের জন্য আশীর্বাদস্বরূপ।
 

এসময় উপস্থিত ছিলেন এসএসসি-২০০৩ ব্যাচের প্রতিনিধি নাহিদ হাসান রবিন। সার্বিক সহযোগিতায় ছিলেন সাদিকুর রহমান এবং পুরো আয়োজনের দিকনির্দেশনায় ছিলেন সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ।
 

এসএসসি-২০০৩ ব্যাচের প্রতিনিধি নাহিদ হাসান রবিন বলেন,"কুড়িগ্রাম একটি দরিদ্র জেলা। উত্তরের হিমেল হাওয়ার কারণে প্রতি বছরই এখানকার অসহায় মানুষগুলো চরম কষ্টে দিন কাটায়।

 

তাদের কথা বিবেচনা করেই স্বল্প পরিসরে আমাদের এই উদ্যোগ। তীব্র এই শীতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।"
 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে তাদের।

 

এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।