অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৭:৫৭
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এরই ধারাবাহিকতায় গাজীপুর ও রংপুরে পৃথক অভিযানে মাদক মামলায় দীর্ঘ সাজাপ্রাপ্ত এক আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধায় এক প্রেসবিজ্ঞপ্তিতে
র্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল গত ৫ জানুয়ারি দুপুর ১২টা ১৫ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন বারইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার মামলা নং-২৩ (তারিখ: ২৭/০৪/২০১৯ ইং) মূলে মাদক মামলায় ১০ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ বাদল (৩২) কে গ্রেফতার করা হয়। সে কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানাধীন হলোখোলা ইউনিয়নের বড়াইবাড়ী গ্রামের বাসিন্দা।
এছাড়া একই দিন পৃথক আরেকটি অভিযানে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর রাত ৮টা ১০ মিনিটে রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন সিও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিআর নং- ৪৩০/২২, ১৬৩/২৪, ২০/২৪, ১৯৮/২৩ এবং ১০৯৮/২৪ (সাজা) মূলে একাধিক ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আতিকুল আরিফ সোহেল (৪৫) কে গ্রেফতার করা হয়। তার বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন সিংগীমারী এলাকায়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে র্যাব-১৩-এর গোয়েন্দা নজরদারি ও চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।