শীতের করাল গ্রাসে দিনাজপুর, ফুটপাতে আগুন পোহাচ্ছে ছিন্নমূল মানুষ


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-উত্তরের জেলা দিনাজপুর যেন শীতের করাল গ্রাসে বন্দি। হাড়কাঁপানো শীত আর কনকনে ঠান্ডা বাতাসে স্তব্ধ হয়ে এসেছে জনজীবন।

 

সোমবার (৫ জানুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। শীতের যন্ত্রণা যেন প্রতিটি নিঃশ্বাসে অনুভূত হচ্ছে।

 

দিনাজপুর আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৯০ শতাংশ। পরে সকাল ৯টায় চূড়ান্তভাবে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

 

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, উত্তরাঞ্চলের ওপর দিয়ে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। এতে করে তাপমাত্রা আরও নিচের দিকে নামছে। শীতের এই তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে।

 

এই শীত সবচেয়ে নির্মম হয়ে উঠেছে খেটে খাওয়া মানুষের জীবনে। ভোরের অন্ধকারে রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও ছিন্নমূল মানুষগুলো কাজের খোঁজে বের হলেও শরীর কাঁপছে অবিরাম। শহরের বিভিন্ন মোড়, ফুটপাত ও গ্রামাঞ্চলে শীতার্ত মানুষদের খড়কুটো, কাঠ কিংবা পরিত্যক্ত জিনিস জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে, উষ্ণতার ক্ষুদ্র আশায়।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। অনেক দরিদ্র পরিবারের শিশুরা পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় অসুস্থ হয়ে পড়ছে। রাতভর কাঁপতে কাঁপতে কাটছে তাদের সময়। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকে স্থানীয় চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন।

 

কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সকালের দিকে সড়কে যান চলাচল কমে গেছে। কোথাও কোথাও কুয়াশার চাদরে ঢেকে গেছে পথঘাট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।