কবিতা:"তারেক রহমান"... এস এম দৌলত জেলা প্রতিনিধি বগুড়া


অ্যাসিস্ট সরকারের পতনের পর পালাবদলের এই সময়ে আবির্ভূত হয়েছেন একজন বলিষ্ঠ নেতৃত্বের প্রতীক—তারেক রহমান। তাঁর কণ্ঠে একটিই উচ্চারণ, “সবার আগে বাংলাদেশ।”
 

দেশে প্রত্যাবর্তনের মুহূর্তে তিনি জুতা-মোজা খুলে বাংলার মাটিতে পা রাখেন—যেন এই মাটির প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দায়বদ্ধতার নীরব শক্ত ঘোষণা। এই প্রতীকী আচরণেই ফুটে ওঠে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বের বার্তা।
 

তারেক রহমানের শিরায় প্রবাহিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত—যিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আর তাঁর চিন্তা ও চেতনায় প্রতিফলিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক আদর্শ। এই ঐতিহ্য ও অভিজ্ঞতার সমন্বয়েই তিনি এগিয়ে নিতে চান একটি নতুন, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ।
 

তার নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ, আত্মনির্ভরশীল এবং মানুষের অধিকার ও মর্যাদায় বিশ্বাসী—এই প্রত্যাশাই আজ দেশবাসীর।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।