অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৮:২১
অ্যাসিস্ট সরকারের পতনের পর পালাবদলের এই সময়ে আবির্ভূত হয়েছেন একজন বলিষ্ঠ নেতৃত্বের প্রতীক—তারেক রহমান। তাঁর কণ্ঠে একটিই উচ্চারণ, “সবার আগে বাংলাদেশ।”
দেশে প্রত্যাবর্তনের মুহূর্তে তিনি জুতা-মোজা খুলে বাংলার মাটিতে পা রাখেন—যেন এই মাটির প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দায়বদ্ধতার নীরব শক্ত ঘোষণা। এই প্রতীকী আচরণেই ফুটে ওঠে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বের বার্তা।
তারেক রহমানের শিরায় প্রবাহিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত—যিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আর তাঁর চিন্তা ও চেতনায় প্রতিফলিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক আদর্শ। এই ঐতিহ্য ও অভিজ্ঞতার সমন্বয়েই তিনি এগিয়ে নিতে চান একটি নতুন, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ।
তার নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ, আত্মনির্ভরশীল এবং মানুষের অধিকার ও মর্যাদায় বিশ্বাসী—এই প্রত্যাশাই আজ দেশবাসীর।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।