কালীগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযানে ৯৬ বোতল এস্কাফ জব্দ,মাদক ব্যবসায়ী গ্রেফতার


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা এলাকায় র‍্যাব-১৩ এর অভিযানে ৯৬ বোতল এস্কাফ (ESKuf DX) জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্র ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশব্যাপী সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের বাসিন্দা মোঃ লিয়াকত আলীর বসতবাড়ি থেকে ৯৬ বোতল এস্কাফ জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, মোঃ লিয়াকত আলী (৪৫), পিতা: নককেছ আলী, সাং: খামারভাতি, ইউপি: চন্দ্রপুর, থানা: কালীগঞ্জ, জেলা: লালমনিরহাট।

 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় ফেনসিডিলজাতীয় মাদকসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য পরিবহন ও সরবরাহ করে আসছিল।

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
 

এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।


 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।