অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৪:৫৬
স্টাফ রিপোর্টার:- ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অন্যান্য বছরের ন্যায় এ বছরও আলোকদিয়া ইয়ং স্টার ক্লাবের আয়োজনে "নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট" অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত ঝালকাঠি বিনয়কাঠি ইউনিয়নের "আলোকদিয়া বায়তুল আমান জামে মসজিদ" সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনাল খেলায় 'শাকিব একাদশ' টসে জিতে ব্যাট করতে নেমে ৬ ওভারে ১ ইউকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করে। জবাবে 'রাফি একাদশ' ৫ ওভার ৫ বলে ১ ইউকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের পক্ষ ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হন তামিম। রানার্সআপ দলের পক্ষে ম্যান অফ দ্যা সিরিজ লাভ করেন ইয়াসিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক রবিউল ইসলাম রবি, বিশেষ অতিথি ছিলেন ফয়সাল হাওলাদার, রাতুল ইসলাম মুন্না, ফজলে রাব্বী, সোহাগ হাওলাদার, সবুজ হাওলাদার, হিমেল হাওলাদার ও দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিলন হাওলাদার এবং সঞ্চলনার দায়িত্বে ছিলেন সুজন হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন আলোকদিয়া ইয়ং স্টার ক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় শত শত বাসিন্দা।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।