অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৪:৫১
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে শীতের সকালে অনুষ্ঠিত হয়েছে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং কর্মজীবনে শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সরকারি কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা কর্মক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধি করে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে।
দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর বিভাগের আটটি জেলা ও রংপুর মহানগরের দল বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শুরুতে মহান মুক্তিযুদ্ধভিত্তিক একটি মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শক ও অতিথিদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়াবিদ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।