দিনাজপুর ৩ আসনে মনোনয়ন যাচাই শেষে এক প্রার্থীর মনোনয়ন বাতিল,একটির কার্যক্রম স্থগিত


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুর ৩ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক প্রার্থীর মনোনয়ন বাতিল এবং আরেকটি মনোনয়নের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

 

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দিনাজপুর ৩ আসনে দাখিল করা মোট ১০টি মনোনয়নপত্র যাচাই বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

যাচাই বাছাইয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় তা বাতিল ঘোষণা করা হয়।

 

এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দাখিলকৃত মনোনয়নপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৪(৪) ধারা অনুযায়ী স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মৃত ব্যক্তির মনোনয়ন গ্রহণযোগ্য নয়, এই বিধানের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

মনোনয়ন যাচাই শেষে দিনাজপুর ৩ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহমেদ শফী রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমসহ মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

এ বিষয়ে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, মনোনয়নপত্র বৈধ হওয়ায় আমরা সন্তুষ্ট। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে বলে আশা করি।

 

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।