শীতের থাবায় দিনাজপুর, তাপমাত্রা ১০.৫ ডিগ্রিতে


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-উত্তরের জেলা দিনাজপুরে শীতের দাপট আরও জোরালো আকার ধারণ করেছে। টানা কয়েকদিনের শীতল আবহাওয়ার ধারাবাহিকতায় আজ শনিবার (০৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে।

 

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। 

 

এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তোলে। পরবর্তীতে সকাল ৯টায় চূড়ান্ত হিসাব অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা নির্ধারণ করা হয় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

 

ভোর থেকেই ঘন কুয়াশা ও হিমেল বাতাসে পুরো জেলা আচ্ছন্ন থাকে। এর ফলে সকাল বেলায় সড়কপথে যানবাহন চলাচল ব্যাহত হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। বিভিন্ন এলাকায় শীত নিবারণের জন্য মানুষকে আগুন পোহাতে দেখা গেছে।

 

এদিকে গতকাল শুক্রবার (০২ জানুয়ারি) দিনাজপুরে দুপুর ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় কিছুটা উষ্ণতা অনুভূত হলেও সকাল ও রাতের তীব্র শীতের তুলনায় তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন স্থানীয়রা।

 

দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে আরও জানানো হয়, আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। বিশেষ করে রাত ও ভোরের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।