মাদারগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে গণসমাবেশ


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ-রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জে স্থাপিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে  প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স ও ওষুধ সরবরাহের দাবিতে গত মঙ্গলবার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উক্ত কল্যান কেন্দ্র প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই গণ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজ সেবক আইয়ুব আলী খান।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারুণ্য দীপ্ত মানবতাবাদী নেতা বিশিষ্ট রাজনীতিবীদ হাবিবুর রহমান পল্টন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মাদারগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (অব.) শহিদুল ইসলাম, মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ তাজুল ইসলাম শামীম, মিঠিপুর ইউনিয়ন জামায়াতের আমির মোস্তফা খাইরুল আমিন, মোস্তফা আলম, বিএনপি নেতা শাহ কাজল ও রতন প্রমুখ।

 

প্রধান অতিথি হাবিবুর রহমান পল্টন বক্তব্যে বলেন, বর্তমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির চরম অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট, ওষুধের ঘাটতি এবং সেবা বঞ্চিত সাধারণ মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেন। তিনি বলেন,“চিকিৎসা সেবার অভাবে এই এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে কর্মজীবী মানুষ ও দরিদ্র জনগোষ্ঠী বেশি  ক্ষতিগ্রস্থ হচ্ছে।”তিনি আশ্বস্থ করে বলেন,“আগামীতে অন্তত সপ্তাহে তিনদিন অভিজ্ঞ মেডিকেল ডাক্তার দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি এই কেন্দ্রটিকে একটি কার্যকর ও প্রতিষ্ঠিত স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপ দিতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

 

উল্লেখ্য,পীরগঞ্জ উপজেলার চতরা, ভেন্ডাবাড়ী ও মিঠিপুর এই তিনটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বেহাল অবস্থা নিরসনে তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্যান্য বক্তারা বলেন, অবিলম্বে এই মা ও শিশুকল্যাণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করা, পর্যাপ্ত ডাক্তার, নার্স নিয়োগ ও নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করা না হলে এলাকাবাসী আরও বৃহত্তর আন্দোলনের যেতে বাধ্য হবে।

 

মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।