বিশ্বের বড় শ্রীকৃষ্ণের বিগ্রহটির উদ্বোধন ২৭ নভেম্বর


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের সব চেয়ে উচু শ্রীকৃষ্ণের বিগ্রহ। আগামী ২৭ নভেম্বর এ বিগ্রহটি উদ্বোধন করা হবে এ উপলক্ষে ২৫ নভেম্বর মঙ্গলবার বিকালে মন্দিরটি  পরিদর্শন ও আনুষ্ঠানিক আয়োজনে সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়েছেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। 
 
বিশ্বের সবচেয়ে বড় শ্রীকৃষ্ণের বিগ্রহটি তৈরি হয়েছে বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালি মন্দিরে।নির্মিত এ বিগ্রহটির উচ্চতা ৫৩ ফুট এবং এটি বিশ্বের সর্ববৃহৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ ।এটি বিশ্বের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় শ্রীকৃষ্ণের বিগ্রহ বলে দাবি করা হচ্ছে।বিগ্রহটির প্রাণ প্রতিষ্ঠা আগামী ২৭শে নভেম্বর অনুষ্ঠিত হবে। 
 
এ বিগ্রহটি উদ্বোধন দেশ বিদেশ হতে মন্দির প্রাঙ্গনে সমাগম ঘটবে সনাতনীদের তাই উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর পক্ষ হতে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। 
 
মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাস এর উদ্যোগে বিগ্রহটি উদ্বোধন উপলক্ষে ২৭ নভেম্বর হতে ২৯ নভেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে বিশাল আয়োজন করা হয়ে। এই আয়োজন উপলক্ষে বৃহস্পতিবার কোন ধরনের প্রসাদ এর প্রণামী নেওয়া হবে না,তবে মন্দিরের উন্নয়নে সাহায্য সহযোগিতা করতে পারবেন সনাতনীরা। এছাড়াও ২৮ নভেম্বর লীলা কীর্তন,বটবৃক্ষ এর বিয়ে,ধর্ম সভা।২৭ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার শ্রী গোপীনাথ দাস ব্রম্মচারী গীতাপাঠ করবেন,বৃন্দাবন মথুরা থেকে আসবেন গীতাপাঠ করতে শ্রী রাধা মাধব,লীলা কীর্তন করার জন্য দেশ ও বিদেশি কীর্তনীয়াদের লীলা কীর্তন,২৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে ধর্ম সভা।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।