দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বরখাস্ত, দায়িত্বে রশিদ


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-দুর্নীতির অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এরই প্রেক্ষিতে পরিষদের সার্বিক নাগরিক সেবা প্রদানের জন্য প্যানেল চেয়ারম্যান আব্দুর রশীদ শেখকে দায়িত্ব দিয়েছে প্রশাসন।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অলিউর রহমান।তিনি বলেন, এর আগে পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (নিবন্ধক) ইউজার আইডি ও পাসওয়ার্ড অবৈধভাবে হস্তান্তরপূর্বক আইন বহির্ভূত কার্যক্রমের দায়ে গত ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্ত হন। 

 

পরবর্তীতে পরিষদের সার্বিক কার্যক্রম চলমান রাখতে গত ২৪ নভেম্বর জেলা প্রশাসকের এক পত্রে পরিষদটির প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখকে সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে।

 

স্থানীয়রা বলছেন, নির্বাচিত হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন সুবিধা প্রদানের নামে অর্থ আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। সম্প্রতি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির কথা উল্লেখ করে একটি লিখিত অভিযোগ ইউএনও বরাবর জমা দিয়েছেন। 

 

জাহাঙ্গীর আলম দামোদরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন। তার দুর্নীতি ও অনিয়মের কারণে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।