গাইবান্ধায় একদিনের ব্যবধানে বিএনপির দুই সিনিয়র নেতার মৃত্যু


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-এক দিনের ব্যবধানে দুই প্রভাবশালী নেতাকে হারিয়ে গাইবান্ধা জেলা বিএনপিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সপ্তাহে দলীয় দুই গুরুত্বপূর্ণ নেতা চলে যাওয়ায় নেতাকর্মীরা হতবিহ্বল হয়ে পড়েছেন।তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই পরিবার-পরিজন, সহকর্মী শিক্ষক, রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় জনগণের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।
 

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।পরিবার জানিয়েছে, জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।

 

মাত্র একদিন আগে, সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইন্তেকাল করেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল আউয়াল আরজু (৬৬)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

 

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি কাচারী বাজার জামে মসজিদের সভাপতি এবং গাইবান্ধা বিএনপির নিবেদিতপ্রাণ একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।