অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক এর সৌজন্যে ফ্রী মেডিকেল ক্যাম্প


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া তফেজান নেছা দাখিল মাদ্রাসায় ২৩ নভেম্বর সকাল ১১ টা থেকে ৪ টা পর্যন্ত, ফ্রী মেডিকেল ক্যাম্পইন হয়েছে।
 

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি, বগুড়া শহিদ জিযাউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও গাইবান্ধা -৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী)আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ ময়নুল হাসান সাদিক এর সৌজন্যে,রংপুর হাইপারটেনশন এন্ড রিসার্স সেন্টারের ইদ্দ্যোগে ,৪০ সদস্যের একটি টিম,অধ্যাপক ডা: ময়নুল হাসান সাদিক এর সৌজন্যে ৪ শত ৭১ জন রোগীকে তারা সেবা প্রদান করেন ও বিনামূল্য ঔষধ প্রদান করেন।
 

৪শ ৭১ জন রোগী ছাড়াও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক তিনিও সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অসংখ্য রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
ফ্রী মেডিকেল ক্যাম্পে বিনা মূল্য ডায়বেটিস পরীক্ষা সহ বিভিন্ন রোগের চিকিৎসা পেয়েছেন এলাকার লোকজন।ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ৬ নং ধাপেরহাট ইউনিয়ন বিএনপি ও ৭ নং ইদিলপুর ইউনিয়ন বিএনপি।
 

অনুষ্ঠানে সার্বিক দেখভাল করার দায়িত্বে ছিলেন, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও থানা বিএনপির সদস সচিব আব্দুস সালাম, জেলা ওলামা দলের সদস সচিব কাজী মোঃ আমজাদ হোসেন, জেলা জিয়া পরিষদের যুগ্ন আহবায়ক শিক্ষক মাসুদ রানা প্রামানিক, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলসম হুদা ও সাধারণ জনগন শিক্ষক আসাদুজ্জামান আসাদ,সহ স্থানীয় লোকজন এই মানবিক কাজে সার্বিক সহযোগীতা করেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।