হিলি সীমান্তের শূন্যরেখায় বিকল ট্রাক, ২ ঘণ্টা পর আমদানি রফতানি স্বাভাবিক


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দরের শূন্যরেখায় আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে আমদানি-রফতানি কার্যক্রম।

 

রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিজিবি চেকপোস্টের সামনে ট্রাকটি হঠাৎ বিকল হয়ে গেলে দুই দেশের মাঝে পণ্য পরিবহন সম্পূর্ণ থমকে যায়।

এ সময় বন্দর এলাকায় তৈরি হয় গাড়ির দীর্ঘ সারি ও পণ্যবাহী যানজট। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ট্রাকটি শূন্যরেখায় বিকল হওয়ায় দুই দেশের আমদানি রফতানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়ায় প্রায় দুই ঘণ্টা পর আবারও স্বাভাবিকভাবে আমদানি রফতানি চালু হয়েছে।

 

বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রফতানি নিয়মিতভাবে চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।