অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৪:০২
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:দিনাজপুরের বীরগঞ্জ থানার অপহরণপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামিকে র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহের একটি যৌথ চৌকস দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার অষ্টধার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে র্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই বাহিনীটি অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ সব ধরণের সংঘবদ্ধ ও মারাত্মক অপরাধ প্রতিরোধে অবিচলভাবে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় বীরগঞ্জ থানায় দায়ের করা একটি অপহরণপূর্বক ধর্ষণ মামলার তদন্তে র্যাব সক্রিয় ভূমিকা গ্রহণ করে।
এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. মহিদুল ইসলাম (২৪) বিয়ের প্রলোভনে ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ভিকটিমকে নানা বাড়িতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরে অপকর্ম ঢাকতে ভিকটিমকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে বিবাহবহির্ভূতভাবে দীর্ঘদিন সংসার করে শারীরিক নির্যাতন চালায়।
ভিকটিম বিয়ের কথা বললে আসামি কালক্ষেপণ করতে থাকে। ভিকটিমের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে আসামির বাড়িতে গেলে তার পিতা-মাতা তা প্রত্যাখ্যান করে এবং খারাপ আচরণ করে। পরে ভিকটিম নিজেই বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং–১৫, তাং–১৩/০২/২০২৫, ধারা– নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৯(১))।
ঘটনার পর থেকে আসামি কৌশলে আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং সর্বশেষ অষ্টধার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপহরণ, ধর্ষণ ও অন্যান্য অপরাধ প্রতিরোধে র্যাব দৃঢ়ভাবে কাজ করে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।