অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৩:৫০
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-
দিনাজপুরের হিলি স্থলবন্দরে চেকপোস্ট গেটের সামনে আমদানিকৃত চালবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ায় স্থবির হয়ে গেছে বন্দর কার্যক্রম।
রোববার (২৩ নভেম্বর) দুপুর থেকে প্রায় ১ ঘণ্টা ধরে ট্রাকটি মাঝপথে আটকে থাকায় আমদানি-রফতানি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, হিলি সীমান্ত চেকপোস্টের বিজিবি পোস্টের ঠিক সামনে ট্রাকটি হঠাৎই বিকল হয়ে যায়। এতে সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ। ভারতীয় ট্রাকগুলোও বন্দরের প্রবেশমুখে আটকে পড়ে।
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, বিকল হওয়া গাড়িটি দ্রুত সরানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেকানিক এনে মেরামতের কাজ চলছে। গাড়িটি সরানো হলে অল্প সময়ের মধ্যেই বন্দর দিয়ে আমদানি-রফতানি স্বাভাবিক হবে।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।