অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৮:১৪
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :-বগুড়ার আদমদীঘিতে একই রাতে পাশাপাশি তিনটি রাইস মিলে (চালকল) দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে।
চোরেরা মিল ঘরের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে ঘরে রাখা ধান ও বিপুল পরিমান বৈদ্যুতিক তার ও অন্যান্য যন্ত্রপাতিসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।গত শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের পাশে ডহরপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
এসব ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।
জানা যায়, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের পাশে ডহরপুর এলাকায় ছাতিয়ানগ্রাম ইউপির ভারপ্রাপ্ত চেয়ার্যান মহিউদ্দিন তালুকদার, কশাইগাড়ি গ্রামের ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকল রয়েছে।
গত শুক্রবার দিবাগত রাতে চোরচক্র মহিউদ্দিন তালুকদারের মিল ঘরের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ২০ মন ধান, রাইস মিলের বৈদ্যুতিক সংযোগ তার ও অন্যান্য যন্ত্রপাতিসহ প্রায় ৭৫ হাজার টাকার মালামাল চুরি করে।
একই রাতে চোরচোক্র পাশের ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকলের মেইন লাইনের খুটি থেকে ৪৫ হাজার টাকার বিপুল পরিমান বৈদ্যুতিক সংযোগ তার কেটে চুরি করে নিয়ে যায়।
এসব চুরি যাওয়া মালামালের আনুমানিক দাম প্রায় ১লাখ ২০হাজার টাকার হবে বলে তারা দাবী করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান এ চুরির ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।