গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের বগুড়াস্থ বাসিন্দাদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


এসএম সিরাজ বগুড়া:-শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় শহরের টিএমএসএস কমিউনিটি সেন্টার-এ এই সমাবেশের আয়োজন করা হয়। 

 

ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ খায়রুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। 

 

প্রধান অতিথি গোলাম রব্বানী বক্তব্যে বলেন, “সবাই শান্তি চায়। শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন আল্লাহর আইন। 

 

আগামী নির্বাচনে আপনারা যদি সৎ ও যোগ্য ব্যক্তিদের সংসদে পাঠান, তাহলে সমাজে ন্যায় ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, অপরাধমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে হলে আল-কুরআনের আইন প্রয়োজন। এই আইন প্রতিষ্ঠা হলে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি দেশ থেকে চিরতরে দূর হবে। 

 

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধা-১ আসনে এমপি প্রার্থী ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান। টিএমএসএস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মাহফুজুল হক মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনে এমপি প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ সলিমুল্লাহ আকন্দ, বগুড়া শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আজগর আলী, বগুড়া শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। 

 

বগুড়ার ভিভিন্ন হোল রেস্তোরায় প্রায় ১০ হাজার শ্রমিক সুন্দরগঞ্জের। 
 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।