বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিতদের বিনামূল্যে চাকরির নিশ্চয়তা:-ডা.জাহিদ


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। 

 

দেশের বর্তমান চাকরি ব্যবস্থায় মেধাবীরা বঞ্চিত হচ্ছে দাবি করে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ঘুষ-দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অবিচারের জায়গা একেবারেই থাকবে না।যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবাই চাকরির সমান সুযোগ পাবে।

 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে থেকে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন আরও বলেন, বর্তমানে টাকা ছাড়া কোনো চাকরি পাওয়া যায় না। 

 

এটা এখন সাধারণ মানুষের স্বীকৃত সত্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে এসব বন্ধ করা হবে। শিক্ষিত যুব সমাজকে আমরা নিশ্চয়তা দিতে চাই, মেধাই হবে চাকরির একমাত্র মানদণ্ড।ঘুষ-দুর্নীতি বা তদবিরের কোনো জায়গা থাকবে না।

 

তিনি আরও বলেন, একজন কৃষক সারা বছর পরিশ্রম করে ফসল ফলায়, কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ায় জীবন চলে চরম কষ্টে। বিএনপি ক্ষমতায় এলে কৃষকের ঘরে ঘরে ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। 

 

একইভাবে শ্রমিকরা তাদের শ্রমের যথাযথ মূল্য পাবে। উৎপাদন, বাজার ও সরবরাহব্যবস্থা সংস্কার করে 

 

সবার জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা হবে।

বিএনপি কোনো দলে-দলে বানানো সংগঠন নয়। 

 

এখানে দায়িত্ব,নীতি ও সততা সর্বপ্রথম।তাই কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করতে চায়, সেটাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। দলের সব স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।এ পথসভায় গোলাপগঞ্জ ইউনিয়নসহ নবাবগঞ্জ 

 

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা করতালির মাধ্যমে ডা. জাহিদ হোসেনের বক্তব্যে একাত্মতা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে স্থানীয় নেতারা বিএনপির বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।