অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ নভেম্বার ২০২৫, সময়ঃ ০২:২৯
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জেলা তৃণমূল দলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাদ এশা শহরের নবাববাড়ী সড়ক সংগঠন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তৃণমূল দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল বারী, জেলার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ মোল্লা, সহ-সভাপতি বাদশা প্রামানিক, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম, গাবতলী তৃণমূল দলের নেতা মামুনুর রহমান মামুন, আকতার হোসেন, বিকাশ, জালাল, ১৯নং ওয়ার্ড তৃণমূল দলের সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আরিফ, প্রচার সম্পাদক খায়রুল প্রামানিক, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান দুলাল, সহ-সভাপতি নাদিম, ১৬নং ওয়ার্ডের সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রতন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিজয় হোসেন, আব্দুল মান্নান, জুয়েল,২০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেজা, কাহালু তৃণমূল দলের নেতা তাজিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।