বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডে বখশিবাজারে জামায়াত প্রার্থীর সোহেলের গণসংযোগ


বগুড়া জেলা প্রতিনিধি :-জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের ১১নং ওয়ার্ডের মালতীনগরের বখশিবাজর ও স্কুলপাড়া এলাকায় গণ সংযোগ করেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অদ্রাপক রফিকুল আরম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, জামায়াত নেতা আজাহার আলী, ১১নং ওয়ার্ড সভাপতি মোফাজ্জল হোসেন, সেক্রেটারী সাদ্দাম হোসেন, মাস্টার হেলাল উদ্দিন প্রমুখ। গণসংযোগ কালে রখশিবাজার মোড়ে এক পথসভায় অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ব্যবস্থায় সমাজে মুক্তি আনতে পারে। 

 

একবার সুযোগ দিয়ে দেখুন, আপনারা রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো। স্বাধীনতার ৫৪  বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। 

 

আর কুরআনের আইন ছাড়া তা কোনদিন সম্ভব নয়। তিনি নতুন বাংলাদেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।