অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৬:১৪
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ জাতীয়তাবাদীদল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালু সিদ্দিকীয়া কামিল (মাস্টাস) মাদ্রাসায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপনের পুর্বে কাহালু স্টেশন জামে সমজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত বৃক্ষরোপন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, কাহালু উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, যুগ্ম আহবায়ক আল আমিন, ইয়ামিন, নাহিদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তাজনুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম বাদল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নাজমুস শাহাদত নয়ন, যুবদলনেতা রুবেল, স্বেচ্ছাসেবকদলনেতা মশিউর, ফজলে করিম বিপ্লব, মুরাদ, নুর আলম, পিঞ্জর, জাহাঙ্গীর, সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।