শিবচ‌রে নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক,মাদারীপুর:-ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে মাদারীপুরে ‘ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এই কর্মশালায় বিদেশগামী ও বিদেশ-ফেরত অভিবাসীদের সচেতনতা ও পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


কর্মশালাটি পরিচালনা করেন মাদারীপুরের এমআরএসসি কো-অর্ডিনেটর জয় বনিক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল।


মাদারীপুর ব্র্যাক জেলা সমন্বয়কারী মিতু রানী দেবনাথের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় বক্তারা নিরাপদ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় বলা হয়, যারা বিদেশ যাবেন, তারা যেন সঠিক তথ্য জেনে ও বুঝে সিদ্ধান্ত নেন। অনিয়মিতভাবে বিদেশ যেতে গিয়ে মানুষ প্রতারণা ও মানব পাচারের শিকার হচ্ছে, এমনকি অনেকের প্রাণহানিও ঘটছে। বক্তারা আরও উল্লেখ করেন, পরিবারের এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের উচিত যুবসমাজকে সচেতন করা এবং অনিরাপদ অভিবাসন ও মানব পাচারের ঝুঁকি সম্পর্কে সবাইকে অবহিত করা।


সভায় জানানো হয়, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে ২০০৬ সাল থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ,বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং অভিবাসন খাতে অ্যাডভোকেসিসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে।


কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতেমা মাহজাবিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবিএম সৌরভ রেজা শিহাব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা কবিরাজ, প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার মোহা. শহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশফাকুর রহমান।


এছাড়াও সভায় জেলার অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।