অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৮:৩২
সঞ্জু রায়,বগুড়া:-বিরোধী দলের ওপর দীর্ঘ বছর ধরে জুলুম, নির্যাতন, গুম ও বিচার বহির্ভূত নানা হত্যাকান্ডসহ সকল অপরাধের ঘটনায় আল্লাহর পক্ষ থেকে হাসিনার পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে মঙ্গলবার দুপুরে শহরের শহীদ খোকন পার্কে আমরা বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী সেবামূলক নানা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
জন্মদিনে কেক কর্তন কিংবা বড় কোন আয়োজন না করে বগুড়ায় দিনব্যাপী নানা মানবিক কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ,ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ,হৃদরোগীদের জন্য বিশেষ চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি কর্মসূচিতে প্রতিবন্ধী শিশু ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয় হুইলচেয়ারও।
সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে সকাল সাড়ে ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি আরো বলেন, দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনা ৮ হাজার কোটি টাকা খরচ করেছেন যার মাঝে ৩ হাজার কোটি টাকা পেয়েছিলো হাসিনার পালিত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।বাকি ৫ হাজার কোটি টাকা তারা নিজেরা ভাগাভাগি করে নিয়েছে।বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক,ইসলামী ব্যাংক,বাংলাদেশ ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকে রাখা জনগণের আমানতের টাকা লুট করেছিলো সেই লুটেরাদল।
দীর্ঘ বছরের জুলুম আর নির্যাতনের বিপরীতে আল্লাহর পক্ষ থেকেই হাসিনার পতন হয়েছে।
এ সময় রিজভী বলেন, তারেক রহমান বিদেশে বসে থেকেও দেশের প্রতিটি কোণায় তিনি নজর রেখেছেন।যার যেখানে প্রয়োজন মানবতার হাইকমিশনার বা দূত হয়ে তিনি সারাদেশে কাজ করে যাচ্ছে।আর তার সরাসরি প্রতিনিধি হয়ে আমরা বিএনপি পরিবার রাজনীতির বাইরেও মানবিক এই কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছে।
এদিকে জন্মদিনে কোন আয়োজনের বদলে নিজ দলের নেতার মানবিক এই উদ্যোগে উৎফুল্ল স্থানীয় নেতাকর্মীরাও। বলেন, বগুড়ার সন্তান হিসেবে তারেক রহমান সাধারণ জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন।
উদ্বোধনী অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান,হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় সদস্য যথাক্রমে ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা,বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ডা. মনোয়ারুল কাদির বিটু, এম আর ইসলাম স্বাধীন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, তাহা উদ্দিন নাহিন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম,বিএনপির মিডিয়া সেলের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার,বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ,জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, আমরা বিএনপি পরিবারের কৃষিবিদ মোখছেদুল মমিন মিথুন,মুস্তাকিম বিল্লাহ, রাশেদুজ্জামান পিয়াসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিন বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে এসেছিলেন বগুড়ার শত শত সাধারন মানুষ।বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে আন্তরিক সেবা পেয়ে সন্তুষ্ট উপকারভোগীরাও।
রাজনীতির মাঠ ছাড়িয়ে মানুষের জীবনঘনিষ্ঠ সেবায় যুক্ত হওয়ার এই আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার সন্তান তারেক রহমানের মানবিক মূল্যবোধের প্রতিফলন হয়েছে এমনটাই বলছেন আপামর জনসাধারণ।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।