দিনাজপুরে পর্নোগ্রাফি আইনে মামলা:৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকা ওই আসামিকে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে আটক করে।

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে একপেস বিজ্ঞপ্তিতে  র‌্যাব জানান, গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসান (৩৩) ও ভিকটিম ৪ বছর দাম্পত্য জীবন কাটানোর পর ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর তালাকপ্রাপ্ত হন। 

 

এরপর আসামি পুনরায় বিয়ের প্রস্তাব দিলে ভিকটিম তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি তাদের দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ব্যক্তিগত ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ভিকটিমের ভাবির মেসেঞ্জারে পাঠায় এবং বিয়েতে রাজি না হলে ফেসবুক গ্রুপে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

 

ঘটনার পর ভিকটিম নবাবগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিরোধ আইন ২০১২-এর ৮(২)/৮(৩)/৪ ধারায় মামলা দায়ের করেন, মামলা নং: ০৭/২৬২, তারিখ: ১৬/১১/২৫। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়।

মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে ছিলো। পরে র‌্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা শুরু করে। 

 

এরপর (১৭ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে দিনাজপুর শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড়ের সামনে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ধর্ষণ, অপহরণ, হত্যা ও পর্নোগ্রাফিসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাব ভবিষ্যতেও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাবে।

 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।