জোনাকি বাই নাসরিন জামির-এর পারফিউম ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা


প্রেস রিলিজ:-ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫: প্রিমিয়াম পারফিউম ব্র্যান্ড জোনাকি বাই নাসরিন জামির-এর পারফিউম ক্রয়ে এক্সক্লুসিভ ডিসকাউন্ট উপভোগ করবেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহকরা। 

 

এ উপলক্ষে সম্প্রতি প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

 

এই সহযোগিতার আওতায়, জোনাকি বাই নাসরিন জামির থেকে পারফিউম ক্রয়ের ক্ষেত্রে প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ১৫% ডিসকাউন্ট এবং প্রাইম ব্যাংকের সকল কার্ডধারী ও নীরা গ্রাহকরা ১০% ডিসকাউন্ট উপভোগ করবেন।

 

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন- প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং জোনাকি বাই নাসরিন জামির-এর প্রতিষ্ঠাতা ও সিইও নাসরিন জামির।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী; জোনাকি বাই নাসরিন জামির-এর হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মো. সায়েদ মুস্তাফিজ এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

 

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।