পলাশবাড়ী পৌর জামায়াতের নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে  দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

রোববার (১৬ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় পৌর জামায়াতের কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।
 

পৌর জামায়াতের আমীর মাওলানা ইয়াহিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি আইনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু।
 

তিনি তার বক্তব্যে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মী ও সাধারন জনগণের সহযোগিতা কামনা করেন। 

 

পাশাপাশি তিনি দেশের সার্বিক সংকট, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—
 

জামায়াত নেতা আবু তালেব সরকার,শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা সভাপতি  খায়রুল ইসলাম চান,শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী পৌর সভাপতি আব্দুল মাতিন সরকার প্রমুখ।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।