শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে হিলিতে পুলিশের টহল


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারাদেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে।এরই প্রভাব পড়েছে সীমান্তঘেঁষা দিনাজপুরের হাকিমপুর (হিলি) এলাকাতেও।

 

সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকেই হিলি পৌরশহরসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই হিলি শহরের বিভিন্ন মোড়, বাণিজ্যিক কেন্দ্র, রেলস্টেশন এলাকা ও বন্দরসংলগ্ন সড়কে পুলিশের উপস্থিতি বাড়তে দেখা যায়। বিশেষ করে পুলিশের মোটরসাইকেল স্কোয়াডের টহল ছিল বেশ চোখে পড়ার মতো, যা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ভাব আরও জোরদার করেছে।

 

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, দেশের পরিস্থিতি বিবেচনায় হিলি এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সন্ধ্যা থেকে মোটরসাইকেল সোডাউন টহল শুরু হয়েছে। 

 

জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অনুরোধ করছি।

 

পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সব ধরনের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।