পলাশবাড়ীতে ব্র্যাকের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা


পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এর সহযোগিতায় “জীবনব্যাপী ডায়াবেটিস – Diabetes Across Life Stages” প্রতিপাদ্যকে সামনে রেখে “বিশ্ব ডায়াবেটিস দিবস – ২০২৫” উদযাপন করা হয়।
 

রবিবার(১৬ নভেম্বর) সকালে পলাশবাড়ী হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাহউদ্দিন আহম্মেদ খান। আরও উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার আফরোজা খানম,সিনিয়র স্টাফ নার্স সবিতা খানম প্রমুখ।
 

এসময় হাসপাতালের আরো অন্যান্য ডাক্তার ও নার্সবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার শাহিনুর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

এ সময় বক্তারা বিশ্ব ডায়াবেটিস দিবসে ডায়াবেটিসের বিভিন্ন বিষয়ে নিয়ে সচেতনতা মুলক আলোচনা করেন।
 

উল্লেখ্য প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।