পলাশবাড়ীর চার তরিকার ওলির মাজার স্থানীয়দের ঐতিহ্যের সাক্ষী


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের দীঘদারী ডারাপাড়া সোনাইডাঙ্গা বিলের ওপর অবস্থিত চার তরিকার ওলি ওলিয়ে কামেল মোজাদ্দেদ শাহ্ সূফী গাজী শাহব্বুদ্দিন শাহ্ মাদার আলীর ঐতিহাসিক মাজারটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের আস্থা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে পরিচিত।

 

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের পূর্বপুরুষদের আমল থেকেই এই মাজারটি এলাকাবাসীর কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত। ধারণা করা হয়, দেশে আগত প্রখ্যাত প্রায় তিনশত ওলির মধ্যকার কারও বংশধরের মাজারই এটি।

 

মাজারটি ঘিরে প্রতিবছর বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ওরশ শরিফ পালন হয়ে আসছে, যা এলাকায় একটি ঐতিহ্যবাহী আয়োজন হিসেবে পরিচিত।

 

স্থানীয়দের মতে,ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় মাজারটির সার্বিক উন্নয়ন জরুরি। যথাযথ নজরদারি, অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন করা গেলে এটি আধ্যাত্মিক পর্যটনের এক সম্ভাবনাময় স্থানে পরিণত হতে পারে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।