আদমদীঘির চাঁপাপুরে বিএনপির কর্মি সমাবেশ অনুষ্ঠিত


আদমীঘি(বগুড়া)প্রতিনিধি :-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

গত শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ছোট ঝাঁকইড়এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈমের  সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত বগুড়া-৩ আসনে এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার।

 

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিম তালুকদার, নসরৎপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সহকারি অধ্যাপক (অব:) গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল,কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর রহমান তালুকদার মজনু, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হিটলু, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী, বিএনপি নেতা নুরুল ইসলাম, আমিনুল হক, যুবদল নেতা লিটনসহ- বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।
 

সমাবেশে প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার বলেন, বিগত সরকারের আমলে বগুড়া জেলার মানুষ বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হতো। আগামীতে জনগনের ভোটে বিএনপি সরকার গঠন পারলে এই জেলার মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।