কুড়িগ্রামে পদোন্নতি বঞ্চিত ক্যাডার শিক্ষকদের কর্মবিরতি


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:-১৬/১১/২৫
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগানে অবস্থান কর্মসূচি করেছে শিক্ষকরা।
 

কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ ইউনিটের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 

রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে কলেজ চত্ত্বরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ ইউনিটের আয়োজনে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগান সম্বলিত ব্যানার টাঙিয়ে অবস্থান কর্মসূচি ও কর্মবিরত পালন করেন শিক্ষকরা ।
 

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের ৩৫তম বিসিএস এর বাংলা বিভাগের প্রভাষক মো: জাহাঙ্গীর আলম, মো: মমিনুল হক, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের প্রভাষক চন্দন কুমার সরকার, মোস্তাফিজার রহমান প্রমুখ।
 

শিক্ষকরা জানান, সারাদেশে  ৩২তম থেকে ৩৭তম ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। দীর্ঘদিন ধরে প্রাপ্য পদোন্নতি না পাওয়ায় তাদের মধ্যে গভীর হতাশা দেখা দিয়েছে। প্রশাসনিক জটিলতা ও ফাইলে বিলম্বের কারণে তাদের পদোন্নতির গেজেট ঝুলে আছে। তাই দ্রুত সময়ের মধ্যে ন্যায্য পদোন্নতির আদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তারা।
এদিকে চলমান কর্মসূচির কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।