অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ নভেম্বার ২০২৫, সময়ঃ ০২:৫৩
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃগাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কেন্দ্রীয় মহাশ্মশানের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শনিবার বিকেলে পলাশবাড়ী পৌরসভার রাঙামাটি কেন্দ্রীয় মহাশ্মশান এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সনাতন ধর্মালম্বীরা ।
কমিটির সাবেক সভাপতি শ্রী দিলীপ চন্দ্র সাহার সভাপতিত্বে ও বাসুদেব সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,নবনির্বাচিত কমিটির সভাপতি উত্তরবঙ্গের আলোচিত শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এর প্রতিষ্ঠাতা পরিচালক শ্রী হরিদাস চন্দ্র তরণীদাস।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অরবিন্দ বাবু,রনজিৎ সরকার, কার্তিক চন্দ্র কৃষ্ণ সরকার,রাসুদেব সরকার,সুভাষ চন্দ্র, সুবল চন্দ্র, সাংবাদিক মতিন সরকার,টুকু চন্দ্র, অপূর্ববাবু, বিকাশ চন্দ্র প্রমুখ।এসময় কমিটির কার্যকরী পরিষদ,কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।