ঘোড়াঘাটে সেরা খাদক হাঙর নাম্বার ওয়ান নির্বাচিত হল চা-বিক্রেতা সুলতান


শাহ আলম, ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃ -
দিনাজপুর জেলার ঘোড়াঘাটে সেরা খাদক বা হাঙর নাম্বার ওয়ান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঘোড়াঘাট পৌর ফুটবল খেলার মাঠে। 

 

খাও আর জিতে নাও আকর্ষীয় পুরষ্কার। অর্গানিক ফুড বিডি ও রিও এগ্রো লিমিটেড এর আয়োজনে কে কত বেশী খেতে পারবে অনুষ্ঠান। যে বেশী খেয়ে প্রথম হবে সে হবে হাঙ্গর নং-ওয়ান । ৬জন প্রতিযোগীকে  দেওয়া হয়েছিল এক  কেজি চালের ভাত,হাফ কেজি গরুর মাংস ও এক বাটি ডাইল। কর্তৃপক্ষ সময় বেধে দিয়েছিলো ১৫ মিনিট। 

 

কিন্তু ৫মিনিটেই সব শেষ করেন ঘোড়াঘাট পৌর এলাকার  ৫নং ওয়ার্ডের চা বিক্রেতা সুলতান। তিনি সেরা খাদক বা হাঙ্গর নাম্বার ওয়ান হয়ে জিতে নেন একটি খাসি।

 

প্রতিযোগীতায় ২য় হন এক নং ওয়ার্ড এর রাজু তিনি পান একটি রাজা হাঁস আর তৃতীয় হন ৪নং ওয়ার্ডের স্বাধীন সে পায় একটি বাটন মোবাইল ফোন। ব্যাতিক্রমি এই প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরন করেন দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ন সাধারন সম্পাদক, ঘোড়াঘাট পৌর বি,এন,পির সভাপতি  আব্দুস সাত্তার মিলন। 

 

এর আগে গত ২৩অক্টোবর পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রতিযোগীতা শুরু হয়ে বাছাইকৃত ৬জনকে নিয়ে ফাইনার রাউন্ড অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন নুর মোহাম্মদ রিমন ও নুর আলম সরকার। উক্ত অনুষ্ঠানটি ঘেড়াঘাট সহ আশপাশ এলাকা হতে কয়েক হাজার নারী /পুরুষ দর্শক  উপভোগ করেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।