অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ নভেম্বার ২০২৫, সময়ঃ ১১:৪৫
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-উত্তরবঙ্গের দিনাজপুরে জেঁকে বসেছে শীত। কনকনে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে সাধারণ মানুষ, বিশেষ করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা। সকালে কাজের জন্য ঘর থেকে বের হতে হচ্ছে কম্বল-মাফলার জড়িয়ে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, এদিন দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।
তিনি আরও জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ১৪.০ ডিগ্রি
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।