কুমিল্লায় শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)উপলক্ষে মিলাদ মাহফিল


সাকলাইন যোবায়ের,জেলা কুমিল্লা:-মহাপবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উপলক্ষে খানকায়ে সোবহানীয়া'র উদ্যোগে সকল কবরবাসীদের রূহের মাগফেরাত কামনায়
শনিবার (১৫ নভেম্বর) বেলা ৩ হতে গভীর রাত পর্যন্ত পশ্চিম ঝাকুনীপাড়া পাঁচপীর বার আউলিয়া'র দরবার ও ঈদগাহ মাঠ সংলগ্নে ৩য় বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

 

উক্ত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  শাহ্ সূফি হযরত মাওলানা শায়খ উল কোররাহ্ আরেফ  আবদুস্ সোবহান আল-ক্বাদেরী (রাঃ) এঁর ৩য় শাহজাদা ইসলামি চিন্তাবীদ আলহাজ্ব শেখ শাহজাদা মাহবুব ইলাহ আল-ক্বাদেরী,আওলাদ সাজ্জাদানশীন ও সভাপতি,শাহপুর দরবার শরীফকুমিল্লা।
 

বিশেষ অতিথি উপস্থিত থাকবেন শেখ শাহজাদা মুহাম্মদ আহসান হাবিব সোবহানী কাওসাইন আল-ক্বাদেরী, পীরে ত্বরিকত, শাহপুর দরবার শরীফ, কুমিল্লা,প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট  ইসলামিক স্কলার শায়েখ মোহাম্মদ জয়নুল আবেদীন কাদেরী,লেকচারার,জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম। খতিব, তাহেরিয়া কমপ্লেক্স জামে মসজিদ, খিলগাঁও, ঢাকা,বিশেষ বক্তা শাহ মুহাম্মদ মামুনুর রশীদ আযহারী আল-ক্বাদেরী,পীর সাহেব মুড়াগাও দরবার শরীফ,খতিব, গাউসুল আজম জামে মসজিদ, উগারিয়া বাজার, চাঁদপুর,হাফেজ মুহাম্মদ আজহারুল ইসলাম আল ক্বাদেরী, খতিব বায়তুর রব জামে মসজিদ সদর দক্ষিণ, কুমিল্লা,মাওলানা পারভেজ রেজা আল ক্বাদেরী, , খতিব, বায়তুল আকসা জামে মসজিদ সদর দক্ষিণ, কুমিল্লা,হাফেজ মাওলানা ইমরান হোসাইন কাদেরী, ইমাম, সৈয়দ করম আলীশাহ (রঃ) জামে মসজিদ, নাতে রাসূল (সাঃ) পরিবেশন করবেন মোহাম্মদ ইব্রাহীম রেজা  মোহাম্মদ হাবিব হোসাইন, মোহাম্মদ মোশারফ হোসাইন রেজভী এবং সভাপতিত্ব করবেন মোঃ সেলিম মিয়া, সাবেক মেম্বার, সদস্য সচিব ৬নং জগন্নাথপুর ইউনিয়ন, বিএনপি।
 

মিলাদ মাহফিলের কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াত  জিকির আজকার হামদ নাত ও গাউছিয়া শরীফসহ বিভিন্ন কাসিদা পরিবেশন। মিলাদ মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করবেন হযরত খাজা মঈনউদ্দিন চিশতী  (রা) এঁর মাজার  শরীফের খাদেম সাইয়েদ নিজাম উদ্দিন আহমেদ  চিশতী ইরফান।
 

খানকায়ে সোবহানীয়া ক্বাদেরীয়া পশ্চিম ঝাকুনীপাড়া শাখা যুবসমাজের পক্ষ থেকে সকল ধর্মপ্রানলন মুসলমানদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।