অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ নভেম্বার ২০২৫, সময়ঃ ১১:১৪
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃ-দিনাজপুর জেলার ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখা সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে একদিন ব্যাপী সকল ধরনের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৪ ই নভেম্বর রোজ শুক্রবার সকাল ১০ টায় ঘোড়াঘাট উপজেলা সংলগ্ন স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বি,এন,পির সভাপতি আবদুস সাত্তার মিলন সহ সকল নেতৃবৃন্দের নেতৃত্বে প্রধান অতিথি ও মূল পরিকল্পনাকারী দিনাজপুর ৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির মনোনয়ন প্রার্থী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাক্তি গত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ,জেড,এম জাহিদ হোসেন শুভ উদ্বোধন করেন। এর আগে তিনি উপস্থিত ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা হতে আগত কয়েক হাজার রোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকা হতে আগত ডাক্তারের প্রতি ধন্যবাদ জানান। রোগীরা ফ্রি চিকিৎসা ও ঔষধ পেয়ে আনন্দ প্রকাশ করেন।
এ সময় উপজেলা বি,এন,পির সভাপতি শামীম হোসেন চৌধুরী, ঘোড়াঘাট পৌর বি,এন,পির সহ সভাপতি আজাদ রহমান, পৌর বি,এন,পির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার সহ ইউনিয়ন ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা / কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।