ম্যানেজিং কমিটির নির্বাচনে জামায়াতের কাছে বিএনপি নেতার ভরাডুবি


মোঃমামুন হাওলাদার শিমুল,ইন্দুরকানি প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কলারণ ইসলামীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক ড. মোহাম্মাদ শাকির হোসাইন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান উপজেলা বিএনপির সদস্য আব্দুল হাই জোমাদ্দার মাত্র ১টি ভোট পেয়ে ভরাডুবির শিকার হয়েছেন।
 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মহিউদ্দিন প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ভোটগ্রহণ পরিচালনা করেন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

 

জানাযায়, ৮ জন ভোটারের মধ্যে ড. মোহাম্মাদ শাকির হোসাইন ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপরদিকে বিএনপি নেতা আব্দুল হাই জোমাদ্দার পান মাত্র ১টি ভোট।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অশোক রায়, মাদ্রাসার সুপার মাওলানা সরোয়ার হোসেন মোল্লা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

 

নবনির্বাচিত সভাপতি ড. শাকির হোসাইন নির্বাচনের পর বলেন,“আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে কাজ করে এই প্রতিষ্ঠানকে উপজেলার একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।