অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০১:২৭
শোক বার্তা:-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-সিপিবি(এম) সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান এক শোক বার্তায় দেশবরেণ্য বামপন্থী রাজনীতিবিদ ও বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক কমরেড বদরুদ্দিন উমরের মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
৭ সেপ্টেম্বর দুপুরে সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী ও দলের শোকাহত কমরেডদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, আজীবন বিপ্লবী নির্মোহ নির্লোভ নিরহংকার এই বুদ্ধিজীবীকে হারিয়ে দেশ ও জাতির যে অপুরনীয় ক্ষতি হলো তা কোন দিন পুরন হবে না। তিনি তার সৃষ্টি কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন, স্বরনীয় হয়ে থাকবেন। বিদায় লাল সালাম কমরেড বদরুদ্দিন উমর!
বার্তা প্রেরক,কমরেড মনিরুজ্জামান,সদস্য, দপ্তর বিভাগ কেন্দ্রীয় কমিটি,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-সিপিবি(এম)
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।