অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ নভেম্বার ২০২৫, সময়ঃ ০২:৫১
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ-পলাশবাড়ী এস.এম. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পলাশবাড়ী ক্রিকেট একাডেমির আয়োজনে “পলাশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশবাড়ী ক্রিকেট একাডেমির পরিচালক মাসুদ রানা।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রংপুর ক্রিকেট একাডেমি ও সৈয়দপুর বাংলা লায়ন ক্রিকেট ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর ক্রিকেট একাডেমি। খেলা দেখতে মাঠে ভিড় করেন শত শত ক্রিকেটপ্রেমী দর্শক।