অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৭:২৪
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:-রংপুরের পীরগঞ্জে মণিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পীরগঞ্জ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম।
সমাবেশের উদ্বোধন করেন মণিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসান হাবিব মন্ডল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদ উন নবী পলাশ চৌধুরী ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন। এ সমাবেশে সভাপতিত্ব করেন গভণিং বডির সভাপতি আল আমিন ইসলাম।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লুৎফর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবুল বাসার, সহকারী অধ্যাপক কামরুল হাসান জুয়েল, কলেজের সাবেক কর্মচারী আহম্মদ আলী, মাহবুবুর রহমান, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহ আলম ও এমিলি বেগম প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই এইচএসসি পরীক্ষায় অত্র কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষর্থী ও আভ্যন্তরীন পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
মোঃ আকতারুজ্জামান রানা
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।