সাদুল্লাপুরে স্কুলব্যাগে মিলল গাঁজা,গ্রেফতার ২


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় একটি যাত্রীবাহী বাসের সিটে দুই মাদক কারবারির হেফাজতে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে দুই কেজি গাঁজা পাওয়া যায়। এরপর ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কের ইদিলপুর ইউনিয়নের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল পৌরসভার দেওয়াল গ্রামের তুফান আলীর ছেলে জুয়েল মিয়া (৩৭) ও একই গ্রামের হাসান আলীর ছেলে আমিনুল ইসলাম (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এন্টারপ্রাইজ নামের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ বাসের সিটে বসা দুই মাদক কারবারির হেফাজতে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে দুই কেজি গাঁজা পাওয়া যায়। এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, গ্রেফতার জুয়েল ও আমিনুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।