সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ৫ দলীয় বাম জোটের উদ্বেগ প্রকাশ


প্রেস বিজ্ঞপ্তি:-সারাদেশের বিভিন্ন স্থানে ক্রমাগত একের পর এক সহিংস ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হয়েছেন,পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনা ঘটেছে, মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়াও এ পর্যন্ত গাজীপুর, সাভারেও এরকম অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

এতে স্পষ্টতই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রমাণিত হয়।

 

সারাদেশে চলমান এই নাশকতামূলক ঘটনাগুলিতে জনগণের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে  ৫ দলীয় বাম জোট নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে বলেন, ''সারাদেশে ধারাবাহিকভাবে ঘটমান বিভিন্ন সহিংস ঘটনায় বর্তমান সরকার সামগ্রিকভাবে মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে, জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে, সার্বিকভাবে দেশের গণতান্ত্রিক পরিবেশের উপর আক্রমণ নেমে আসছে।

 

এরইসাথে আমরা দেখতে পাচ্ছি পতিত ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বিভিন্নভাবে এসব ঘটনায় মদদ দিয়ে যাচ্ছে। 

 

এসব ঘটনার মাধ্যমে সামগ্রিকভাবে গোটা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে। আমরা এ নিয়ে গভীর উদ্বেগ বোধ করছি।''

জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)সভাপতি এম এ সামাদ,সাধারণ সম্পাদক শাহীদুর রহমান,সোস্যালিস্ট পার্টি সভাপতি শাহীন আহমেদ,ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টি সভাপতি শামছুল হক এক যুক্ত বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন ।

 

নেতৃবৃন্দ অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করে নির্বাচন কালীন সরকার গঠনের জোর দাবী জানান ।

 

 

বার্তা:- প্রেরক,হরিশ চন্দ্র রায়,ইনচার্জ দপ্তর বিভাগ,বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র ও সদস্য ৫ দলীয় বাম জোট কেন্দ্রীয় পরিচালনা কমিটি


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।