অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৪১
যাতনা যন্ত্রণা চারপাশ
কোথায় সুখের বসবাস?
অগাধ বিত্তসম্পদ টাকায়
সুখ থাকে না অট্রালিকায়।
সদাচার উদারতা ত্যাগে
সুখ থাকে নিজ হৃদয়ে,
সন্তুষ্টিতেই সুখ আসে
প্রশংসায় সবাই হাসে।
অন্যের সাথে তুলনা করে
সুখ চলে যায় দূরে,
নেতিবাচক চিন্তা পরিহার
সুখ আসে বারবার।
পরিবার পরিজন আপনজন
ক্ষমাশীল মনোভাব প্রয়োজন,
সুখ শান্তি ভালোবাসা
সবারই আশা প্রত্যাশা।
লেখক পরিচিতি:লায়ন মোঃ গনি মিয়া বাবুল(শিক্ষক, কবি,কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।